ইতিকথা/পটভূমি
- Post: posts
- পোষ্ট এর তারিখ: 13 Feb, 2025 11:22:47am
জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, জামালপুর
জেলার মেলান্দহ উপজেলার ৭নং চরবানী পাকুরিয়া ইউনিয়নের ভাবকি গ্রামে অবস্থিত একটি স্নাতক
পর্যায়ের সরকারি প্রকৌশল কলেজ। নকশীকাঁথা, হস্তশিল্পের স্বর্গরাজ্য, নদীবিধৌত অঞ্চল,
যমুনা ও পুরাতন ব্রক্ষপুত্রের মিলনস্থল জামালপুর জেলার কেন্দ্র থেকে মাত্র ০৮ কি.মি.
পশ্চিমে অবস্থিত। এটি বাংলাদেশ বস্ত্র অধিদপ্তর কর্তৃক পরিচালিত এবং বাংলাদেশ টেক্সটাইল
বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি বস্ত্র প্রকৌশল কলেজ।
জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ১৬.৮৮
একর জমির উপর প্রতিষ্ঠিত। এটি বাংলাদেশের সর্ববৃহৎ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান,
যেখানে বুটেক্স ১১.৬৭ একর জমির উপর প্রতিষ্ঠিত।
কলেজটির প্রথম প্রাতিষ্ঠানিক কার্যক্রম ২৭ নভেম্বর,
২০২২ সালে শুরু হয়। ২০২২ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠানের প্রথম ব্যাচ "অরিত্র-০১"
এর অরিয়েন্টেশন সম্পন্ন হয় এবং ২৮ নভেম্বর, ২০২২ থেকে ক্লাসে পাঠদান শুরু হয়। দ্বিতীয়
ব্যাচ "অনিন্দ্য-০২" এর অরিয়েন্টেশন ৭ ডিসেম্বর, ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয়
এবং ১০ ডিসেম্বর রবিবার হতে ক্লাস শুরু হয়। ১৪ নভেম্বর ২০২৩ খ্রিষ্টাব্দ (২৯ কার্তিক
১৪৩০ বঙ্গাব্দ) সাবেক প্রধানমন্ত্রী “শেখ হাসিনা” ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলেজটির শুভ উদ্ভোধন
ঘোষণা করেন। পূর্বে কলেজটির নাম ছিল শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মেলান্দহ,
জামালপুর। ২৩/০১/২০২৫ খ্রিঃ তারিখে বস্ত্র
ও পাট মন্ত্রণালয়ের স্মারক নং-২৪.০০.০০০০.১১৫.১৬.০০১.২৪.৪০, তারিখ: ২৩/০১/২০২৫ খ্রি:
মোতাবেক পূর্বের নাম পরির্বতন করে বর্তমানে কলেজটির নামকরণ করা হয় জামালপুর
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, মেলান্দহ, জামালপুর।
জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বাংলাদেশ
টেক্সটাইল বিশ্ববিদ্যালয় এর অধীনে চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং
কোর্সের ৪ টি ডিপার্টমেন্টে পাঠদান করানো হয়।
বিভাগের নাম ১। ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং, ২। ফেব্রিক
ইঞ্জিনিয়ারিং, ৩। ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ও ৪। এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ।
জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অবকাঠামো
:
২টি লিফট সহ ৬ তলা বিশিষ্ট একাডেমিক ও প্রশাসনিক
বিল্ডিং (১টি), মাল্টিপারপাস হল (মিলনায়তন), ৬ তলা বিশিষ্ট ছাত্র হল (২টি), ৬ তলা বিশিষ্ট
ছাত্রী হল (১টি), ওয়ার্কসপ ও লাইব্রেরী ভবন, উইভিং শেড, ডাইং শেড, স্পিনিং শেড, কেন্দ্রীয়
মসজিদ, শহিদ মিনার, ক্যাফেটেরিয়া, মুক্তমঞ্চ, ভিউয়ার্স গ্যালারি, অধ্যক্ষের বাসভবন
(প্রিন্সিপাল কোয়ার্টার), অফিসার্স কোয়ার্টার, অফিসার্স ডরমেটরি, স্টাফ কোয়ার্টার,
স্টাফ ডরমিটরি, সাব-স্টেশন, ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, সেন্ট্রাল ফিল্ড।
জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের আবাসিক
ব্যবস্থা :
ছাত্র হল-২টি (৩০০ আসন) ও ছাত্রী হল-১টি (৩০০
আসন)।
জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র
সংগঠন :
কালচারাল এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট ক্লাব জেটেক,
রক্তদান ও সমাজকল্যাণ ক্লাব (নিবর্তন), জেটেক স্পোর্টস ক্লাব, জেটেক ক্যারিয়ার ক্লাব,
জেটেক ডিবেটিং ক্লাব, জেটেক ফটোগ্রাফী সোসাইটি, ও ইনোভেশন এন্ড রিসার্চ ক্লাব।